News before News

নারায়ণগঞ্জে কোটা সংস্কার চেয়ে শিক্ষার্থীদের অবস্থান বিক্ষোভ

কোটা ব্যবস্থার সংস্কার চেয়ে নারায়ণগঞ্জে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচী পালন করছে শিক্ষার্থীরা। এসময় তারা ১০ শতাংশের বেশি কোটা ব্যবস্থা বাতিলের দাবি জানান।
সোমবার (৯ এপ্রিল) বিকেলে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে এই অবস্থান কর্মসূচী পালন শুরু করেন শিক্ষার্থীরা। এতে নারায়ণগঞ্জের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহন করেন।
শিক্ষার্থীরা শহীদ মিনারের সামনের মেঝেতে কোটা সংস্কার চেয়ে লিখা লেখে এবং বিভিন্ন প্যাকার্ড নিয়ে অবস্থান নেয়। সারাদেশের শিক্ষার্থীদের আন্দোলনের সাথে সংহতি জানিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর পুলিশের হামলা ও শিক্ষার্থীদের আটকের তীব্র নিন্দা ও প্রতিবাদও জানান তারা।
আন্দোলনরত শিক্ষার্থীদের একজন শহিদুর রহমান জানান, আমরা কোটা ব্যবস্থার সংস্কারের দাবি তুলেছি আমরা কোব বিশৃঙ্খলা করছিনা। এটা আমাদের মেধার মূল্যায়ন আর সেটাই আমরা চাইছি কিন্তু আমাদের এই শান্তিপূর্ণ দাবির বিপরীতে পুলিশের টিয়ার সেল, হামলা ও গ্রেফতার কোনভাবেই কাম্য নয়। আমাদের শান্তিপূর্ণ আন্দোলন ও অবস্থান কর্মসূচী চলবে।
আপনার এগুলো পছন্দ হতে পারে