News before News

‘ভোগ’-এ ঐশ্বরিয়া, সঙ্গে কে?

ভারতে সম্প্রতি ঘুরতে এসেছিলেন যুক্তরাষ্ট্রের প্রখ্যাত সংগীতশিল্পী ফ্যারেল উইলিয়ামস। বলিউড পাড়ায়ও পড়েছে তার পা। তবে এর মধ্যেও যে চুপিচুপি তারকা অভিনেত্রী ঐশ্বরিয়া রায়ের সঙ্গে ‘জুটি বেঁধে’ গিয়েছেন সে খবর রটতে একটু দেরিই হয়ে গেল!

ধোঁয়াশা দূর হয়ে এবার জানা গেল সেসব তথ্যই। সাময়িকী ‘ভোগ ইন্ডিয়া’র প্রচ্ছদে ঐশ্বরিয়ার সঙ্গে দেখা মিলেছে ফ্যারেলের।

দ্য এক্সপ্রেস ট্রিবিউন বলছে, রনবীর সিংয়ের আমন্ত্রণে ভারতে আসা প্যারেল ভোগের মডেল হয়েছেন। ঐশ্বরিয়ার সঙ্গেই এতে ‘জুটি’ বেঁধেছেন তিনি।

এরই মধ্যে এপ্রিল সংখ্যার ভোগের প্রচ্ছদ ও সাময়িকীটির জন্য তোলা কয়েকটি ছবি প্রকাশিত হয়েছে। এতেই বেশ অন্তরঙ্গ হতে দেখা গেছে দুইজনকে।

একটি সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে সেই অভিজ্ঞতার কথা বলেছেন ঐশ্বরিয়া।

তিনি বলেন, এই সাময়িকীর শুট করাটা তার কাছে খুবই কঠিন ছিল। কারণ, বাসায় মেয়েকে দেখাশোনা, আবার নতুন ছবির শুটিং। যদিও মেয়ের দেখাশোনার জন্য বাসায় একজন ন্যানি রয়েছেন।

প্রযুক্তির এই যুগেও নানা ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমকে এক রকম এড়িয়ে চলেন সাবেক এই বিশ্ব সুন্দরী। এর কারণ এবং তা নিয়ে তার পরিকল্পনার বিষয়েও কথা বলেন জাজবা তারকা।

তার ভাষ্য, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে যে পুরোপুরি দূরে রয়েছি তা কিন্তু নয়। এটি আসলে আসক্তির মতো। তবে কখনও মনে হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় হব।

এই মুহূর্তে ‘ফ্যানি খান’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন ঐশ্বরিয়া রাই।

আপনার এগুলো পছন্দ হতে পারে