News before News

রূপগঞ্জে ছিনতাইকারীকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে হান্নান (৪৫) নামে এক ছিনতাইকারীকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। কামরুল ইসলাম নামে এক ব্যবসায়ীর কাছ থেকে মোবাইল ছিনতাইকালে ওই ছিনতাইকারীকে গণপিটুনি দেয়া হয়।

মঙ্গলবার সকালে উপজেলার গোলাকান্দাইল এলাকায় ঘটে এ ঘটনা। গনপিটুনির শিকার হান্নান রাজধানীর কেরানিগঞ্জ থানার দলেশ^রী মধ্যেপাড়া এলাকার মৃত কালা চাঁনের ছেলে।

ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর শহিদুল আলম জানান, মঙ্গলবার সকালে পার্শবর্তী আড়াইহাজার উপজেলার মনোহরদী এলাকার মৃত জিন্নাত আলীর ছেলে ব্যবসায়ী কামরুল ইসলাম ডেমরার কোনাপাড়া এলাকায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হন। গোলাকান্দাইল এলাকার গোলচত্বরে মেঘলা কাউন্টারে গাড়ির জন্য অপেক্ষায় করছিলেন কামরুল। এসময় কামরুলের হাতে থাকা মোবাইল ফোনটি ছিনতাই করে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা চালায় ছিনতাইকারী হান্নান। এক পর্যায়ে স্থানীয় জনতা হান্নানকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

আপনার এগুলো পছন্দ হতে পারে