News before News

হাসপাতালে ঊর্মিলা

এই সময়ের দর্শকপ্রিয় অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর অসুস্থ। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজধানীর উত্তরায় বৃহস্পতিবার একটি নাটকের শুটিংয়ে অংশ নিয়েছিলেন টিভি নাটকের এই অভিনেত্রী। শুটিং চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রুত তাকে উত্তরার একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে মহাখালীর আয়েশা মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়।

ঊর্মিলার পারিবারিক সূত্রে জানা গেছে, বর্তমানে সিএমএইচের জিওরোলজি বিভাগের প্রধান শহীদুল ইসলামের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন এই লাক্স তারকা। ডাক্তার জানান, ঊর্মিলা কিডনির সমস্যায় ভুগছেন। দ্রুত অপারেশন করা উচিত। আগামীকালই অপারেশন করা হতে পারে। তবে আশঙ্কাজনক কিছু নয়।

আপনার এগুলো পছন্দ হতে পারে