News before News

অর্ধেক দামে!

এই শীতে ভালো ব্র্যান্ডের পোশাকগুলোর বেশ দাম। অনেকেই সাধ্যে কুলাতে পারেন না বলে শুধু পুতুলে পরানো শীতের ফ্যাশনেবল পোশাকগুলো দেখেই সন্তুষ্ট থাকেন।

এবার তাদের জন্য সুখবর হচ্ছে, লাইফস্টাইল ব্র্যান্ড সেইলর পোশাক ও ফ্যাশন অনুসঙ্গ এবার দিচ্ছে বিশেষ মূল্যছাড়ে।

পাশ্চাত্য পোশাকের ট্রেন্ড মেনে করা ডিজাইনে প্রতিটি পোশাকের কাপড় থাকছে এ দেশের আবহাওয়া উপযোগী। নানা নকশার ‘আউটার উইন্টার’ অর্থাৎ অন্য পোশাকের ওপর পরার মতো আরেকটি পোশাক যেমন: কোট, জ্যাকেট, ব্লেজার, সোয়েটারেও থাকছে সর্বো”চ ৫০ শতাংশ মূল্যছাড়।

শীত পোশাকের পাশাপাশি সেইলরের নির্ধারিত প্রতিটি পোশাকে থাকছে ৩০ থেকে ৫০ শতাংশ ছাড়ে কেনাকাটার সুযোগ। স্টক থাকা শর্তে সুযোগটি সবগুলো সেইলর স্টোরেই থাকবে।

আপনার এগুলো পছন্দ হতে পারে