News before News

খালেদার বাসভবনকে ঘিরে গোয়েন্দা সদস্য ও আইনশৃঙ্খলা বাহিনী

গুলশানে খালেদা জিয়ার বাসভবন ‘ফিরোজা’র বাইরে অতিরিক্ত পুলিশ সদস্য অবস্থান নিয়েছে দাবি করে তাতে উদ্বেগ জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার (৩১ জানুয়ারি) রাতে নয়া পল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমরা কিছুক্ষণ আগে জানতে পারলাম, দলের চেয়ারপারসনের গুলশানের বাসার সামনে সাদা পোশাকধারী গোয়েন্দা বিভাগের সদস্য ও আইনশৃঙ্খলা বাহিনী অসংখ্য সদস্য অবস্থান নিয়েছে। আমরা জানি না এর কারণ কী?

“সরকার যে এক ভয়ঙ্কর মরণখেলায় মেতে উঠেছে, তার নিদর্শন সুস্পষ্ট হয়ে উঠেছে। পতনের আগে মানুষ হঠাৎ করে একটু গা ঝাড়া দেয়। এটা তার ইঙ্গিত কি না, আমরা জানি না।”

আপনার এগুলো পছন্দ হতে পারে