News before News

জ্যাকুলিনকে হিংসে করেন তাপসী!

২০১৭ সালের হিট সিনেমা ‘জুড়ুয়া টু’তে বরুণ ধাওয়ান ও জ্যাকুলিন ফার্নান্দেজের সঙ্গে দেখা যায় তাপসী পান্নুকে। ছবিতে দুর্দান্ত কেমিস্ট্রি ছিল দুই নায়িকার। কিন্তু এবার তাপসী বলছেন, শ্রীলঙ্কান সুন্দরী জ্যাকুলিনকে হিংসে করেন তিনি।

কলকাতার এবিপি আনন্দ জানায়, তাপসী এখন ব্যস্ত নতুন ছবি ‘জঙ্গলি’র প্রমোশনে। সে জন্য এসেছিলেন এক টেলিভিশন রিয়েলিটি শোতে। সেখানে তাকে প্রশ্ন করা হয়, কোন অভিনেত্রীকে তিনি হিংসে করেন?

জবাবে তাপসী বলেন, জ্যাকুলিনকে দেখে তার মনে হয়, এমন ফিগার যদি তারও হতো! তাই হিংসে যদি কাউকে করতেই হয়, তবে তিনি জ্যাকুলিন।

তাপসীর কথায় বন্ধুসুলভ ইঙ্গিত ছিল। অথচ ‘জুডুয়া টু’র প্রচারণাকালে শোনা যায়, তাপসী-জ্যাকুলিনের মধ্যে শীতল যুদ্ধ চলছে। অবশ্য পরে তারা এ বিষয়ে কথা বাড়ান।

এদিকে, বর্তমানে ‘রেস’ সিক্যুয়াল নিয়ে সালমান খানের সঙ্গে ব্যস্ত সময় কাটাচ্ছেন জ্যাকুলিন।

আপনার এগুলো পছন্দ হতে পারে