News before News

উত্তেজনায় চুমু দিয়েছি; খারাপ উদ্দেশ্যে নয়: পাপন

তরুণী প্রতিযোগীকে চুুমু দিয়ে বিতর্কের মুখে পড়া গায়ক পাপন বিষয়টি নিয়ে মুখ খুলেছেন।

শুক্রবার দিনভর সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ভিডিও ভাইরাল হওয়ার পরিপ্রেক্ষিতে তিনি বলেছেন, বিষয়টি অশালীন নয়; ক্যামেরা ধরার ত্রুটিতেই এমন মনে হয়েছে।

শিশুদের নিয়ে রিয়েলিটি শোয়ের বিচারক হিসেবে থাকা অসমি গায়ক পাপন গত মঙ্গলবার একটি বিশেষ পর্বের জন্য শুটিং করছিলেন। শুটিংটি নিজের ফেসবুক পেইজে লাইভও করছিলেন তিনি। সেখানেই পাপনকে দেখা যায় এক তরুণী প্রতিযোগিকে চুম্বন করতে।

হঠাতই শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ভিডিওটি। এরই এক পর্যায়ে সুপ্রিম কোর্টের এক আইনজীবীর নজরে আসে ঘটনাটি।

একজন নাবালিকাকে এভাবে চুম্বন করা যৌন হয়রানির সমান বলে অভিযোগ করে বিষয়টি নিয়ে তিনি পাপনের বিরুদ্ধে মামলা করেন বলে এবিপি আন্দনের প্রতিবেদনে বলা হয়।

অবশেষে অভিযোগের ব্যাপারে মুখ খোলেন পাপন। তিনি বলেন, ওটা পুরোটা ভুল অ্যাঙ্গেলে ক্যামেরা ধরে রাখার জন্যে মনে হয়েছে চুম্বনটি অশালীন। আসলে সেই মুহূর্তে উচ্ছ্বাসে, উত্তেজনায় তিনি ওই কাণ্ডটি ঘটিয়ে ফেলেন। কোনও রকম খারাপ উদ্দেশ্য তার ছিল না।

পাপন বলেন, পুরো ঘটনাটি রিয়েলিটি শোয়ের অন্য সদস্যদের উপস্থিতিতে ঘটেছে। কোনও রকম অশালীন কিছু বা যৌন হয়রানি উদ্দেশ্যে তার ছিল না।

এ ধরনের ঘটনায় কোনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছনোর আগে প্রত্যেকেরই আরও একটু বিষয়টি সম্পর্কে খোঁজখবর নেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।

আপনার এগুলো পছন্দ হতে পারে