News before News

ভূমি অফিসে চালু হলো ‘ই নামজারি’

নারায়ণগঞ্জের খানপুরে ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও সদর সার্কেল ভূমি অফিসে নামজারি এখন থেকে অনলাইনেই চেক করা যাবে। শুধু নামজারি হয় ভূমি সংক্রান্ত কাজগপত্রের সকল তথ্যই এখন থেকে অনলাইনে চেক করা যাবে।

সোমবার (১২ মার্চ) এ ব্যাপারে গ্রাহকদের অবহিত করা হয় খানপুর ভূমি অফিসে। সেখানে জানানো হয়, শুধু নামজারি চেক করা নয়, নামজারি ও আর এস খতিয়ানের আবেদনও করা যাবে অনলাইনে। এ ছাড়াও বিভিন্ন তথ্য এখন থেকে land.gov.bd এই ওয়েবসাইটেই পাওয়া যাবে।

আপনার এগুলো পছন্দ হতে পারে