News before News

উন্নয়নে নারীর কোনো বিকল্প নেই: স্পিকার

জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী বলেছেন, তথ্য প্রযুক্তির মাধ্যমে নারীদের সুশিক্ষিত করতে হবে। উন্নয়নে নারীর কোনো বিকল্প নেই। আর এজন্য বাল্যবিয়ে বন্ধ করতে হবে।

গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালি উচ্চ বিদ্যালয় মাঠে বুধবার বিকেলে বাল্যবিয়ে প্রতিরোধের মাধ্যমে মাতৃমৃত্যু প্রতিরোধ, নারীর সার্বিক উন্নয়নকল্পে জনসচেতনতামূলক সভা ও সংবধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

স্পিকার বলেন, বাল্যবিয়ে পুরোপুরি বন্ধে সবাইকে সচেতন করতে হবে। কোনো মেয়ের যাতে বাল্যবিয়ে না দেওয়া হয় সেজন্য প্রশাসনসহ সবাইকে সজাগ থাকতে হবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ আজ এগিয়ে যাচ্ছে এবং বিশ্বের মধ্যে একটি রোল মডেল হয়ে দাড়িয়েছে। নারীদের সার্বিক উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে।

এছাড়া এসময় নেপালে বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেন শিরিন শারমিন চৌধুরী।

অনুষ্ঠানে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া এমপি, জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা গিনি এমপি, সংরক্ষিত আসনের এমপি উম্মে কুলছুম সৃতি, জেলা প্রশাসক গৌতম চন্দ্র পালসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আপনার এগুলো পছন্দ হতে পারে